স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ১৯ শে জানুয়ারী বৃহস্পতিবার বার সকাল ১০টায় ময়মনসিংহ হোটেল সিলভার ক্যাসেলে বিভাগীয় শিশুশ্রম নিরসন কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত শিশুশ্রম নিরসন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতি মন্ত্রী মোঃ মজিবুল হক । এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এম.পি ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ্ উদ্দিন ও ময়মনসিংহ রেঞ্জের ডি.আই.জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে বিকালে মন্ত্রী ময়মনসিংহ ১৭০ কালিবাড়ী রোডস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের উপ মহাপরিচালকের কার্যালয় পরিদর্শন করেন।
এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান সহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর মন্ত্রী ময়মনসিংহের মাসকান্দা বাস্ট্যান্ড সংলগ্ন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নির্মাণাধীন উপ-মহা পরিদর্শকের কার্যালয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন।