মোঃ রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহে বৃদ্ধ পিতা ঈমান আলীকে (৭৫) হত্যার দায়ে তার পূত্র আনোয়ার হোসেনকে (৪০) যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুপ্তেরগাঁও গ্রামের ঈমান আলী (৭৫) মসজিদের জন্য ৭ শতাংশ জমি দান করেছিলেন। কিন্তু তার পূত্র আনোয়ার এটি মানতে না পেরে পিতার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। ২০১৩ সালের ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন ঈমান আলী (৭৫)। এ সময় আনোয়ার হোসেন তাকে পেছন থেকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। পরে ঈমান আলীর আরেক ছেলে জবান আলী দু’দিন পর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদীসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
মামলার আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম চুন্নু বলেন, আসামি যদি উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিলে যান তবে সাক্ষ্যপ্রমাণে যেসব অসঙ্গতি রয়েছে সেসব বিবেচনা করে উচ্চ আদালত আসামিকে দ- থেকে অব্যাহতি দিতেও পারে।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত