সংবাদ শিরোনাম

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহে পুলিশের বাধায় বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেননি বিএনপির নেতাকর্মীরা।  রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন।  এসময় পুলিশ এতে বাধা দেয়। বিক্ষোভ মিছিল করতে না পেরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
এসময় বক্তারা বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার সমলোচনা করে তীব্র নিন্দা জানান এবং দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনব ইনশাল্লাহ। গণতন্ত্র ধ্বংসকারীদের জনগণই ভোটের মাধ্যমে জবাব দিবে।
সামবেশে বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, প্রচার সম্পাদক- কায়কোবাদ মামুন, এডভোকেট হান্নান খান, কোষাধ্যক্ষ- রতন আকন্দ, কেন্দ্রীয় যুবদল নেতা- লিটন আকন্দ, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক- এ.কে.এম. মাহবুবুল আলম মাহবুব, কোতোয়ালী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুল হক, যুবদল,তাতীঁদল, কৃষকদল,ছাত্রদল, ওলামা দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাবৃন্দ বক্তব্য রাখেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম