ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। শনিবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশে ময়মনসিংহ মহানগরীকে মাদক সন্ত্রাস চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম দমনে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবির এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম, ফুলপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৮ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন মাটিচাপুর থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আকিকুল ইসলাম (২০), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-মোছাঃ হনুফা বেগম, ২। মোঃ সোহাগ আকন্দ (২০), পিতা-মোঃ আঃ হাকিম আকন্দ, মাতা-মোছাঃ জরিনা আক্তার র্ঝণা, উভয় সাং-মাটিচাপুর পশ্চিম পাড়া, ৩। মোঃ ফয়জুর রহমান (৩২), পিতা-মোঃ আঃ খালেক, মাতা-মোছাঃ আকলিমা, সাং-চংপলাশিয়া, সর্ব থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।