সংবাদ শিরোনাম

 

নেত্রকোণা থেকে কিশোরগঞ্জের মিঠামইন হাওর ঘুরতে যাওয়ার পথে ময়মনসিংহে ট্রাক-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জেলার নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে আব্দুস সোবহান (৩৫)।

পুলিশ জানায়, সকালে ৬ বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাচ্ছিলেন। পথে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজিব মিয়া নামে একজন মারা যান। পরে আহত সোবহানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যান।

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম জানান, নান্দাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে আনার পথেই মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া অপর একজনের লাশ ময়মনসিংহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম