সংবাদ শিরোনাম

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহে জেলা সদর ও উপজেলা সদরের সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ নেই। ফলে জেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা বিপাকে পড়েছেন।

সরেজমিনে জেলা সদরে এসকে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের দরজায় সাদা কাগজে নোটিশ ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। নোটিশে লেখা হয়েছে, ভ্যাকসিনের সরকারি সরবরাহ না থাকায় রোগীদেরকে সাময়িকভাবে ভ্যাকসিন ক্রয় করার জন্য অনুরোধ করা হইল।

জানা যায়, জেলার হাসপাতালগুলিতে এ চিকিৎসা নিতে অসংখ্য রোগী আসে। এতে আক্রান্ত হওয়ার পর ভ্যাকসিন বা টিকা দিতে হয়। কিন্তু সরবরাহ না থাকায় দীর্ঘদিন ধরে প্রতিষেধক দেওয়া বন্ধ রয়েছে।

এদিকে সরকারি টিকা না পেয়ে অনেকেই বাইরে থেকে কিনে এনে চিকিৎসা নিচ্ছেন। অনেক রোগী অর্থাভাবে চিকিৎসা সেবা না পেয়ে গ্রাম্য কবিরাজের কাছ থেকে টোটকা চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানান, হাসপাতালে টিকা সরবরাহ শুরু হলে চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
তারা বলেন, সরবরাহ না থাকায় জলাতঙ্কের চিকিৎসা দিতে সাময়িক সমস্যা হচ্ছে। তবে ওষুধ আসলেই স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম শুরু হবে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম