শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১১

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা কওে ৫ মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৭ লিটার দেশীয় চোলাই মদ, ৪৭ পিস বিদেশী বিয়ার ক্যান, ১ বোতল বিদেশী মদ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদক পরিস্থিতি ও আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক, নূরনবী, তুষারকে ৭ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করা হয়। অপর অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মিলন ও মোঃ কাজলকে ৪৭ পিস বিদেশী বিয়ার ক্যান, ১ বোতল বিদেশী মদ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

এছাড়া জিআর ও সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে ২ জন এবং নারী ও শিশু আইনে ধর্ষন মামলার প্রধান আসামী হোসেন আলী এবং নিয়মিত মামলায় আরো ৩ জন আসামীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *