একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন ময়মনসিংহের ভালুকার লাবনী আক্তার (২৫) নামে এক গৃহবধূ। চার নবজাতকের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
গৃহবধূ লাবনী আক্তার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মিজান মিয়ার স্ত্রী।
বুধবার (২৭ জুলাই) রাতে মিজান মিয়া বলেন, গত সোমবার (২৫ জুলাই) চিকিৎসার জন্য আমার স্ত্রীকে ঢাকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। তবে ওই রাতেই প্রসব ব্যথা অনুভব করে লাবনী। পরে রাত ৯টার দিকে ওই হাসপাতালে নরমাল ডেলিভারিতে চার সন্তানের জন্ম দেয় আমার স্ত্রী।
মিজান মিয়া বলেন, নবজাতকরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ওইদিন রাত দুইটার দিকে ধানমন্ডির লংলাইফ হাসপাতালে নিয়ে তাদের এনআইসিইউতে রাখা হয়েছে। তবে, বাচ্চাদের অবস্থা ভালো নেই। তাছাড়া হাসপাতালের খরচও অনেক বেশি, যা আমার পক্ষে চালানো সম্ভব নয়। তাই, শিশুদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার চেষ্টা করছি।
নবজাতকদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
মিজান-লাবনী দম্পতির পাঁচ বছর বয়সী আরও এক ছেলে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত