স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহে মঙ্গলবার বিকালে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, দেশনেত্রী খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক- মরহুম আরাফাত রহমান কোকো’র ২য় মৃত্যুবার্ষিকীতে বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা আয়োজিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন- শাখার সভাপতি- এ.কে.এম. মোশাররফ হোসেন এফসিএ, সঞ্চালক ছিলেন- সাধারণ সম্পাদক, আবু ওয়াহাব আকন্দ।
স্মরণ সভায়- নেতৃবৃন্দ বলেন- দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে। বর্তমান ভোটারবিহীন সরকার গণতন্ত্রের সংজ্ঞাই পাল্টে দিতে চাচ্ছে। এ দলীয় সরকার কখনই গণতন্ত্রকে বিশ্বাস করে না। তারা পাকিস্তানি স্টাইলে মৌলিক গণতন্ত্র চাপিয়ে দিতে চায়। তথাকথিত ১/১১ সৃষ্টিকারী এ সরকার সেই থেকেই মঈনুদ্দিন-ফখরুদ্দিনের দ্বারা নির্যাতন, হত্যা, গুম প্রশিক্ষণ নিয়ে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো সহ অসংখ্য ব্যক্তিত্বদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা এসমস্ত অপকর্মের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে গণমানুষের রায় নিয়ে তথাকথিত ফখরুদ্দিন-মঈনুদ্দিন সহ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনব ইনশাল্লাহ।
স্মরণসভায় নেতৃবৃন্দ আরও বলেন- দলকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী খালেদা জিয়া তারুন্যের প্রতীক তারেক রহমানের নির্দেশে গণমানুষের মুক্তির লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। স্মরণ সভার পূর্বে মাওলানা আলামীনের কোরআন তেলাওয়াত ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক- মাওলানা আরিফ রব্বানীর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন- সর্বজনাব অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, রতন আকন্দ, এ.কে.এম. মাহবুবুল আলম, শেখ আজিজুল হক, আবু সাঈদ, জগলুল হায়দার, জামান আবেদীন, সোহেল পাঠান, মোঃ ঝিল্লু মিয়া, জামাল আহমেদ, আহমেদুল কবীর, রিপন তালুকদার, সেলিম সাজ্জাদ, শামসুল আলম উজ্জ্বল, জি.এস. মাহবুব, উৎফল, কামরুল হাসান, শামীম সরকার, সুমন, তপন, মোঃ সিরাজ উদ্দিন, হাফেজ ফয়জুল্লাহ, মাওলানা মোমেন প্রমূখ।
উপস্থিত ছিলেন- মোঃ সিদ্দিকুর রহমান, আহমেদ হোসেন, দেলোয়ার হোসেন, নূর মোহাম্মদ, আমির হামজা, সাইফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মাসুদ, রাজীব, বকুল মাষ্টার, সাত্তার মাষ্টার, মোঃ সোহেল মিয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।