সংবাদ শিরোনাম

 

মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সহযোগিতায় আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গাঁলিভ খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর সভাপতি এহতেশামুল আলম প্রমূখ। ‘শিল্পীর তুলিতে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক’ শীর্ষক আর্টক্যাম্পে ৪০ জন শিল্পী অংশ নেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম