মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
অপরাধআলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকার গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। এর মধ‍্যে একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার বিল্লাল সরকার উপজেলার মনিরাবাড়ী গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে।

এর আগে র‍্যাবের একটি দল ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিল্লাল হোসেন সরকারকে গ্রেপ্তার করে।

এদিন সন্ধ্যায় র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. সামসুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামি বিল্লাল হোসেন সরকারের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *