স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহে মুক্তাগাছায় জুয়া খেলার অপরাধে ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এ অর্থদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। তাদের প্রত্যেককে ২শ’ টাকা করে ১৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে তারাটি ইউনিয়নের চন্দবাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় ৫ জন এবং পদুরবাড়ি থেকে ৩ জনকে আটক করা হয়। পরে মঙ্গলবার এই ৮জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।