স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : : ময়মনসিংহে মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় স্নাতক পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার বিকালে ময়মনসিংহ হাসপাতালে তিনি মারা যান।
নিহত আসাদুজ্জামান আসাদ উপজেলার বিনোদবাড়ি মানকোন ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ঐ ছাত্র ময়মনসিংহের কলেজ থেকে পরীক্ষা শেষে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা পৌর এলাকার নতুন বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে আসাদ মারাতœকভাবে আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।