সংবাদ শিরোনাম

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে অভিযান চালিয়ে এক ট্রাক বোঝাই চোরাই গর্জন কাঠসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার ভোর ৪টায় উপজেলার গারো বাজার সংলগ্ন চাপড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. দুলাল হোসেন খান, রাজু। এরা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা।

অভিযানের নেতৃত্ব দানকারী ২ এপিবিএন’র অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) মো. কাইয়ুম এপিবিএন মুক্তাগাছা কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, কাঠভর্তি ট্রাকটি পাচার হয়ে যাওয়ার সময় আটক করা হয়। আটক কাঠের আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা।

এব্যাপারে থানায় মামলা এবং গ্রেপ্তারদের মধুপুর থানায় সোপর্দ করা হয়েছে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম