সংবাদ শিরোনাম

 

মুক্তাগাছা প্রতিনিধি, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : বাল্যবিবাহ দিব না, বাল্য বিবাহ করব না এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছার সহযোগিতায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় এমপি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি। উপজেলা পরিষদ চত্বরে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন, পৌর মেয়র মোঃ শহীদুল ইসলাম, ইউএনও মোঃ জুলকার নায়ন, সহকারী কমিশনার ভূমি সোহানা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা তানজিলা আক্তার, অধ্যক্ষ মতিউর রহমান, সাংবাদিক নেতা ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন মুক্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বসিরন নেছা, ওসি আক্তার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান এড. আমিনুল হক, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা উজ্জ্বল কান্তি, মুক্তাগাছা এডিপি ম্যানেজার রাজু উলিয়াম রোজারিও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ প্রমুখ।

SAMSUNG CAMERA PICTURES

সভায় লাল কার্ড দেখিয়ে বাল্য বিবাহকে না বলুন বলে শপথ গ্রহন করা হয়। অনুষ্ঠানে ১১শ কৃতিশিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সালাহউদ্দিন মুক্তি বলেন মুক্তাগাছার একটি শিশুও যেন বাল্য বিবাহের শিকার না হয় সে জন্যে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আজ আনুষ্ঠানিক ভাবে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করলাম। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক খলিলুর রহমান বলেন আগামী ৩০জুনের মধ্যে ময়মনসিংহ জেলাকে বাল্য বিবাহ ম্ক্তু জেলা হিসেবে ঘোষণা করা হবে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম