মোঃ রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হকের ছেলে প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরনসভা আজ বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ জেলা ও মহানগর আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুছ ছাত্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মীর্জা আজম এমপি, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মোঃ ইকরামূল হক টিটু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। স্মরনসভায় সম্মানিত অতিথি হিসাবে যোগদান করবেন জাতীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট, ডাঃ অধ্যাপক এম আমান উল্লাহ এমপি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উ্িদ্দন আহম্মেদ এমপি, শরীফ আহম্মেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন তুহিন এমপি, মিঃ জুয়েল আরেং এমপি, ফাতেমা জুহরা রানী এমপি। সভায় সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম। প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরনসভায় বিপুল সংখ্যক লোক জমায়েত করতে গত কয়েকদিন ধরে জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা জেলার বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সাথে মত বিনিময় করে আসছেন। এছাড়া শহরে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা করা হয়। এছাড়া জেলা ও মহানগর, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ দফায় দফায় দলীয় ফোরামে আলোচনা চালিয়ে আসছেন। আলোচনায় সংগঠনের কেন্দ্রীয় নেতবৃন্দ বক্তব্য দিয়ে আসছেন। এদিকে দলীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল হকের ময়মনসিংহে আগমন উপলক্ষ্যে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে ঢাকা- ময়মনসিংহ রোডের ভালুকার শুরু থেকে ময়মনসিংহ শহর সভামঞ্চের আগ পর্যন্ত একাধিক গেইট ও তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া সভামঞ্চ ও সভাস্থলকে সাজানো হয়েছে। এ সভাকে কেন্দ্র করে সকল ধরণের অপ্রীতিকর ঘটনা রোধ ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ শহরে বিশেষ নজরদারীর ব্যবস্থা করেছে।