নাটোর প্রতিনিধি : ‘মাদককে না বলুন, মাদক যারা সেবন করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দেয়া হবে। মাদক সেবনকারী যদি নিজ দলের ও প্রশাসনের কেউ জড়িত থাকে, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না, কঠোর হাতে তাদের দমন করা হবে।’
রবিবার দুপুরে মাদকমুক্ত কমিটি গঠন অনুষ্ঠানে এসব কথা বললেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সিংড়া উপজেলা কনফারেন্স রুমে মাদকমুক্ত কমিটি গঠন অনুষ্ঠানের আহবায়ক মতিয়ার রহমান মিলনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- উপজেলা কর্মকর্তা আসিফ মাহমুদ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নবীর উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।