রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

মাছের সাথে এ কেমন শত্রুতা

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে বিষ প্রয়োগ পাঁচ লাখ টাকার মাছ নিধন করে দুবৃর্ত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালীবাড়ি এলাকার মাছচাষি মোঃ আব্দুল্লাহর পুকুরে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে বিষয়টি পুকুর মালিকের নজরে পরে।

জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালীবাড়ি এলাকার মোঃ নূর ইসলামের ছেলে মোঃ আব্দুল্লাহ একজন মাছ চাষি। বাড়ির পাশে ৩৫ শতাংশ পুকুরে তিনি পাবদা মাছ চাষ করেন। ইতিমধ্যে পাবদার পোনা মাছগুলো বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। কিন্ত সোমবার দিবাগত রাতে দুবৃর্ত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে খবর পেয়ে আব্দুল্লাহ পুকুর পাড়ে এসে দেখে সব মাছ মরে ভেসে রয়েছে।

মোঃ আব্দুল্লাহ বলেন, বন্যার কারণে মাছের পোনার দাম কমে গেছে। সোমবার পুকুরে থাকা তিন লাখ পাবদা পোনা এক টাকা পিস দরে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি। এজন্য ওই ব্যবসায়ীর কাছ থেকে অগ্রিম এক লাখ টাকাও নেই। আজ সকালে মাছ ডেলিভারি দেয়ার কথা ছিল। কিন্ত সকালে এসে দেখি পুকুরে সব মাছ মরে ভেসে রয়েছে। আমার সাথে কারো শত্রæতা নেই। কারা আমাকে আমাকে এভাবে নিঃস্ব করে দিল বলতে পারছি না।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, মৃত মাছ দেখে চোখের পানি ধরে রাখা যায়না। এ, কেমন শত্রæতা, একজন যুবক তার সবকিছু দিয়ে পুকুরে মাছ চাষ করেছে। ভালো উৎপাদন হলো। সেগুলো মেরে ফেললো। এই ক্ষতি সে কিভাবে পুষিয়ে নিবে?।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হারুন অর রশিদ জানান, পুকুরের মাছ ও ব্যাঙসহ সবকিছ মরে গেছে। ধারণা করা হচ্ছে, বিষ প্রয়োগ করা হয়েছে। ঘটনাটি সত্যিই দু:খজনক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *