মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহে মহেশপুর বাজারের বিভিন্ন দোকানে র্ফ্রি ষ্টাইলে বিভিন্ন নামের যৌন উত্তেযোক সিরাপ বিক্রীর ধূম পড়েছে। তথ্য অনুসন্ধানে জানা যায়। মহেশপুর বাজারে পান দোকান থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত এই যৌন উত্তেযোক সিরাপ বিক্রীর হচ্ছে। জিনসিন , লায়ন, হর্সপাওয়ার সহ আরও বিভিন্ন প্রকার যৌনউত্তেযোক সিরাপ বিক্রী হচ্ছে। ৩০ থেকে ৫০টাকা মুল্যে হাতের নাগালে ও সহজ লভ্য হওয়ার কারনে যুবসমাজ ঝুকে পড়েছে এই মরন নেশায় ।একজন ডাক্তার জানান সরকার নিষিদ্ধ ও বিএসটিআই অনুমদনহীন এই সিরাপ বেশিদিন সেবন করলে হ্নিদরোগ সহ কিটনি নষ্ট হতে পারে।মহেশপুর বাজারে যততত্র বিক্রি হছে পেট্রোল ও যৌন উত্তেযোক সিরাপ একজন আইনজিবি জানান বিএসটিআই অনুমদনহীন যৌন উত্তেযোক সিরাপ বিক্রি ভোক্তা সংরক্ষন আইন পরিপহ্নি । সেহেতু একজন নির্বাহী ম্যাজিঃ সিরাপ বিক্রেতাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে জের জরিমানা প্রদান করতে পারেন। কিন্তু মহেশপুরের ক্ষেত্রে তা হচ্ছেনা। এলাকাবাসি জানান যেভাবে বাজারে যৌন উত্তেযোক সিরাপ বিক্রি হচ্ছে, জরুরী ভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান প্রয়োজন বলে মনে করেন এলাকার সচেতন মহল ।