সোমবার, নভেম্বর ৪, ২০২৪
সোমবার, নভেম্বর ৪, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান আর নেই

দায়িত্ব বুঝে নেয়ার পূর্বেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. ফারুক হাসান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিগত কয়েকবছর যাবৎ হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন।

সম্প্রতি ভারতের একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরত আসেন। গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ এশা নগরীর বড় মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কালিবাড়ি কবরস্থানে দাফন করা হবে।

ফারুক হাসান বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার কাউন্সিলর হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম পরিষদের ৮ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত কাউন্সিলর। তিনি ৮ নং ওয়ার্ড থেকে গত ৯ মার্চের নির্বাচনে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে তিনি প্যানেল মেয়র-৩ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আগামী জুনে নবনির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্বগ্রহণের কথা ছিল। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এদিকে কাউন্সিলর মৃত্যুতে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা মটর মালিক সমিতির সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি
সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *