সংবাদ শিরোনাম

 

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নগরীর টাউন হল ময়দানে আয়োজন করা হয়েছে। ঢাকার স্বনামখ্যাত প্রকাশনীর অর্ধশতাধিক বইয়ের স্টল বরাদ্দ রাখা হবে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা ছাড়াও শিশু প্রহর, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা সহ অন্যান্য বিষয় যুক্ত করা হবে।

ময়মনসিংহ বিভাগীয় বই মেলার আয়োজন উপলক্ষে গতকাল রবিবার দুপুরে এক প্রস্তুতি সভা বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নানা সিদ্ধান্ত ছাড়াও শিক্ষার্থী ও বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতির ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণার বিষয়টি গুরুত্ব দেয়া হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রস্তুত সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আব্দুর রব মোশাররফ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

এসময় চার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ছাড়াও শিক্ষা, গ্রন্থাগার, প্রকাশকসহ সংশ্লিষ্ট বিভাগের অংশীজন উপস্থিত ছিলেন।

 

 


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম