ময়মনসিংহ প্রেসক্লাবের প্রবীণ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রমোদ রঞ্জন রায় এর বর্ণাঢ্য কর্মজীবন স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সহ-সভাপতি দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাব সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওয়াব আলী, সিনিয়র সদস্য এ এইচ এম খালেকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আতাউল করিম খোকন, শেখ মহিউদ্দিন আহম্মেদ, সাবেক কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম, পরিবারের পক্ষে বড় ছেলে ডাঃ প্রসুন কান্তি রায় প্রমুখ।
এসময় প্রমোদ রঞ্জন রায় এর পরিবারের সদস্য বৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক প্রমোদ রঞ্জন রায় স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাঁর সহধর্মীনির হাতে শোক বার্তা তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, প্রমোদ রঞ্জন রায় ছিলেন একজন উচ্চ জ্ঞান সম্পন্ন মানুষ। তিনি স্পষ্টবাদী, অত্যন্ত বিনয়ী ও নীতিতে ছিলেন অটল। ক্লাবের প্রতিটি নির্বাচনে তার দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সহিত পালন করতেন। তিনি ছিলেন আমাদের আস্তার জায়গা। তিনি সকলের সাথেই বন্ধু সুলভ আচরন করতেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।