বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ময়মনসিংহ থেকে সব সড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে নগরীর বেশিরভাগ দোকানপাট, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সরেজমিনে নগরীর মাসকান্দা, চরপাড়া, নতুন বাজার ও গাঙ্গীনাপাড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র।
এ সময় নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে সীমিত পরিসরে চলতে দেখা গেছে রিকশা ও মোটরসাইকেল। যাত্রীদের সংখ্যাও অতি নগণ্য।
এছাড়া, সরকারি ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ময়মনসিংহ।
নগরীর একাধিক বাসিন্দা দাবি করেন, সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছে। পুলিশ ও সরকারি দলের অস্ত্রধারীরা প্রকাশ্যে গুলি করছে। এই অবস্থায় আন্দোলনকারীরা এক দফার ডাক দিয়েছে। এসব কারণে সাধারণ মানুষ শঙ্কিত। এর ফলে নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে, সকালের দিকে নগরীতে পুলিশ ও বিজিবির টহল সীমিত পরিসরে দেখা গেলেও বেলা বাড়ার পর সড়কগুলোতে তাদের উপস্থিতি তেমনভাবে চোখে পড়েনি বলে জানিয়েছে একাধিক সূত্র।
অন্যদিকে, নগরীর নতুন বাজার, টাউন হল মোড়, কাচারী, কাচিঝুলি ও চরপাড়া এলাকায় আন্দোলনকারীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এ সময় বাঁশের লাঠি হাতে ছাত্র-জনতাকে সড়কে অবস্থান নিতে দেখা যায়।