যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা মরহুম নুরল ইসলাম বাবুল এর চতুর্থ মৃত্যুবাষিকী উপলক্ষে ময়মনসিংহে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যুগান্তর ময়মনসিংহ ব্যুরো ও স্বজন সমাবেশের উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভা শেষে প্রয়াত নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
যুগান্তর ব্যুরো চীফ ও স্বজন উপদেষ্টা আতাউল করিম খোকনের সভাপতিত্বে এবং যুগান্তরের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন- বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য শাহিদুল আলম খসরু, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি জিয়া উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মো. শাজাহান, যুগান্তরের ক্যামেরাম্যান আদিলুজ্জামান আদিল, যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চীফ হোসাইন শাহীদ, আমাদের সময় এর জগলুল পাশা রুশো, বিটিভির জাহানুল করিম শিমুল প্রমুখ।
বক্তারা বলেন, বিশিষ্ট এ শিল্পপতি দেশের শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অনবদ্য ভূমিকা রেখেছেন। লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করায় কর্মজীবী ও মেহনতি মানুষের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন। তার এ অবদান এ দেশ স্মরণ রাখবে। তার মৃত্যুতে দেশ একজন প্রথম সারির উদ্যোক্তাকে হারাল। বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে বক্তারা বিদেহী আত্মার শান্তি কামনা করেন।