বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের ভালুকায় রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আসামি করে ময়মনসিংহ আদালতে পৃথক দুটি মামলা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে ভালুকা উপজেলার চাপড়বাড়ী এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত এবং আলাদ্দীন আল আজাদ মান্নান বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন।
হৃদয় মাহমুদ জান্নাত তার মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করেছেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি এম.এ ওয়াহেদ, সাবেক এমপি কাজিম উদ্দিন আহাম্মদ ধনু প্রমুখ।
অন্যদিকে, রবিবার একই ঘটনায় একই আদালতে আলাদ্দীন আল আজাদ মান্নানের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে এ ছাড়া অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ সময় বিচারক স্মরণিকা পাল মামলাগুলো আমলে নিয়ে থানায় এই ঘটনায় আরও কোনো মামলা দায়ের হয়েছে কি না তা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে ভালুকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলা সূত্রে জানাযায়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী ব্যাপক ভাবে চলমান অবস্থায় গত ০৪/০৮/২০২৪ইং তারিখ সন্ধ্যা ৬টায় ভালুকা উপজেলাধীন স্কয়ার মাস্টারবাড়ি আইডিয়ালের মোড় নামক স্থানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও বিক্ষোভ করেন। আসামীদের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আইডিয়াল মোড়ে আসামীরা পিণ্ডল,পাইপগান,হকিস্টিক, রামদা, চাইনিজ কোড়াল, লোহার রড, কাঠের তৈরি বৈঠা, বাঁশের লাঠি ইত্যাদি মরাত্মক অস্ত্রসস্ত্র লইয়া অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতা মহুর্মুহ শ্লোগান দিয়ে ঘটনাস্থলে পৌছলে বিবাদীদের হামলায় ছাত্র জনতার মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পরলে।মিছিলে অংশগ্রহনকারী ভিসিস্ট তোফাজ্জল হোসেন (২২) গুরুতর আহত হন। তোফাজ্জলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জল জীবিকার টানে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নগর হাওলা এলাকায় ভাড়া থাকিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন। তোফাজ্জলের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামের আব্দুর রশিদের ছেলে।