সংবাদ শিরোনাম

 

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর ৪ আসনের এমপি রওশন এরশাদের সুস্থ্যতা কামনায় শুক্রবার (২০ আগষ্ট) বাদ আসর রেলওয়ে স্টেশন মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির সাবেক সহ-সভাপতি ও জাতীয় পার্টির নেতা শহিদুল ইসলাম স্বপন মন্ডলের আয়োজনে ও ময়মনসিংহ নগরবাসীর সৌজন্যে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের এমপি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া মাহফিলে জেলা জাপার দপ্তর সম্পাদক ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান আরজু, হোটেল শ্রমিক লীগের সভাপতি আলতাফ হোসেন আলতা, সাপ্তাহিক ময়মনসিংহ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হালিম, ত্রিশাল উপজেলা জাপার সরকারি ক্রিয়া ও সাহিত্যিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, ত্রিশাল উপজেলার যুব সংহতি সাবেক সভাপতি হুমায়ুন কবির, জাতীয় পার্টির সদস্য বাছির, জাতীয় পার্টির কর্মী উজ্জ্বল মজুমদার, ১৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির নেতা নাসির হোসেন খান, জাপা কর্মী মো: বিল্লাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ, নূর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মুজিবুর রহমান, রেল স্টেশন শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাদির, থানা মার্কেটের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তুহিন উদ্দিন সহ অত্র এলাকার রাজনৈতিক-সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মুসল্লিয়ান উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের মাওলানা মোয়াজ্জেম রহমত উল্লাহ্।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম