ময়মনসিংহে পুকুরের ডুবে ওমর ফারুক (১০) ও আবু বক্কর (৭) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিমুলতলি মোড় এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মো. কামাল মিয়া গত ১০ থেকে ১২ বছর ধরে সপরিবারে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডে গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি বিল্লাল পেশায় ভ্যানচালক। তার স্ত্রী অন্যের বাসায় কাজ করেন।
ঘটনার দিন সকালে কামাল ও তার স্ত্রী-সন্তানদের বাসায় রেখে কাজে যান। দুপুরের দুই শিশু খাওয়াদাওয়া করে ঘুমাতে যায়। কিন্তু কখন ঘুম থেকে উঠে বাইরে যায়, বিষয়টি বাড়ির অন্য কেউ টের পায়নি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেও প্রতিবেশীরা তাদের দেখতে না পেরে খোঁজাখুজি শুরু করে।
একপর্যায় শিমুলতলি মোড়ের পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভেসে থাকতে দেখে স্থানীয় তাকে হাসপাতালে পাঠায়। আবু বকরকে উদ্ধারের আধাঘণ্টা পর একই পুকুর থেকে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করে। এদিকে, আবু বকরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. মাইন উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।