রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ময়মনসিংহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ময়মনসিংহে পালন করা হয়েছে। সোমবার বিকেলে এ উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

র‍্যালীটি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম ফয়সাল ও সদস্য সচিব জিএস মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রায় সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে নগরীর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব জিএস মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা, মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *