রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ময়মনসিংহে ছারপোকার কামড়ে নবজাতকের মৃত্যুর গুজবে সড়ক অবরোধ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের নবজাতক (এনআইসিইউ) ওয়ার্ডে ছারপোকার কামড়ে নবজাতকের মৃত্যুর গুজবে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোগীর অভিভাবক ও স্বজনরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আধা ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চরপাড়া এলাকায় হাসপাতালের সামনে অভিভাবক ও স্বজনরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান জানান, প্রতিবছর চার থেকে পাঁচবার করে নবজাতক ওয়ার্ডের বিছানা বাইরে বের করে ছারপোকাসহ জীবাণুমুক্ত করতে স্প্রে করা হয়। বৃহস্পতিবার সকালে যথারীতি তিনটা বেড বাইরে বের করে স্প্রে করার আগমুহূর্তে রোগীর অভিভাবক ও স্বজনদের মাঝে গুজব ছড়িয়ে পড়ে যে ছারপোকার কামড়ে নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনা ছড়িয়ে পড়লে তারা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, নবজাতক ওয়ার্ডে ৫০ বিছানার বিপরীতে প্রতিদিন আড়াইশ রোগী ভর্তি থাকে। নবজাতকদের কাপড়চোপড়ের মাধ্যমে বাড়ি থেকে ছারপোকা চলে আসে। আর এই ছারপোকা নিধন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সব সময় দায়িত্ব পালন করে থাকে। একটা ভুল বোঝাবুঝির জন্য এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *