সংবাদ শিরোনাম

 

এইচএসসি ২০২৪ ব্যচের পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। এসময় বিভিন্ন প্লাকার্ড নিয়ে দাবির পক্ষে স্লোগান দেয় আন্দোলনকারিরা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় আনন্দমোহান সরকারি কলেজ শিক্ষার্থী ইনান, নটর ডেম কলেজের নাহিদুল ইসলাম স্বাধীন, রাব্বি হাসান বাবু, রয়েল মিডিয়া আলিফ, সানি, মুমিনুন্নিসা সরকারি কলেজের নাইমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের মনজুর মোস্তাকিম দীপ্ত, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের সুমাইয়াসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের কারণ দেখিয়ে দেশের সার্বিক পরিস্থিতিতে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে বিকল্প পদ্ধতিতে দ্রুত ফলাফলের দাবি জানান। এছাড়াও ১৫ই আগস্টে প্রকাশিত রুটিন প্রত্যাখ্যান এবং আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ বোর্ড সমন্বয় কমিটির সকল সদস্যদের পদত্যাগ দাবি করেন। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম