সংবাদ শিরোনাম

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর টাউন হলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জেলা সমাবেশের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পরে সমাবেশ উপলক্ষে এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উম্মে সালমা তানজিয়া।

এ সময় তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বের একটি সুশৃঙ্খল দল। আনসার হচ্ছে সাহায্যকারী দল। দেশের জাতীয় নির্বাচনসহ প্রত্যেকটি স্থানীয় নির্বাচনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে থাকে এ দলটি। এছাড়াও তৃণমূল পর্যায়ে আনসার বাহিনী সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। আমি আশা করব, এ বাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনে সব সময় সচেষ্ট থাকবে।

 

জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও ফুলবাড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রত্না’র সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ সময় তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় বাহিনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

 

বাংলাদেশের এ বাহিনীতে বর্তমানে ৬১ লক্ষ সদস্য কাজ করছে। আমি আপনাদের বলবো বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দেশ ও জাতি গঠনে নিষ্ঠার সাথে পেশাদারিত্ব পালন করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ জেলা রেঞ্জ কমান্ডার ড. মোঃ সাইফুর রহমান, র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল হাসান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, নেত্রকোনা জারিয়া পূর্বধলার-৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার, এনএসআই ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক ও বিভাগীয় প্রধান সুফিয়া বেগম।

 

এছাড়াও বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, সদর উপজেলা ভিডিপির সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনামুল হকসহ প্রমুখ। আলোচনা শেষে ৬৭ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে বিভিন্ন পুরুষ্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সদর থানা ভিডিপি অফিসার মোঃ রায়হানসহ জেলার ১৩ টি উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ প্রমূখ।

 


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম