সংবাদ শিরোনাম

 

নিজস্ব প্রতিবেদক : ‘বাঘ কাঁপানো শীতে’ মাঘ শুরু হলেও মাঝামাঝি আসার আগেই পাল্টে গেছে চিত্র। উত্তুরে হাওয়ার দাপটে পর্দা টেনে ধরেছে রবিরাজ। আর তাতে গত কয়েকদিন ধরেই বাড়ছে তাপমাত্রা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। মধ্য মাঘের জন্য এটি অস্বাভাবিক ঘটনা।

ঢাকায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অথচ এক সপ্তাহ আগেও রংপুর, রাজশাহী, সিলেটের উপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ; সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই দশা।

সে সময় দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও উত্তরের হিম হাওয়ায় গায়ে মোটা কাপড় জড়িয়ে নিলেও ‘তাপমাত্রার অস্বাভাবিকতায়’ সপ্তাহান্তে এখন তা গুছিয়ে রাখার পালা।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম