কাজী রুমেল, ভৈরব : ভৈরব কে.বি পাইলট মডেল হাই স্কুলের ৯৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ জানুয়ারি সোমবার কে.বি পাইলট মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সচিব এস.এম বাকি বিল্লাহ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরুল ইসলাম, ভৈরব উপজেলা যুবলীগ সহ-সভাপতি ও উক্ত বিদ্যালয়ের অভিভাবক সদস্য আতিক আহমেদ সৌরভ, শিক্ষক প্রতিনিধি মো: সিদ্দিকুর রহমান ভুঞা প্রমুখ। অন্যান্যদের মধ্যে অতিথিবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন ও অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ক্রীড়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।