কাজী রুমেল, ভৈরব ময়মনসিংহ প্রতিদিন ডটকম : কিশোরগেেঞ্জর ভৈরবে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে ভৈরব বাজারের রাজকাচারী প্রাঙ্গণে অনুষ্ঠিত ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও র্যালির উদ্বোধন ঘোষণা করেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া।
উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব পৌরসভার চেয়ারম্যান এডভোকেট ফখরুল আলম আক্কাছ, প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহকারী একান্ত সচিব অধ্যাপক লুৎফর রহমান ফুলু মিয়া, শাখাওয়াত উল্লাহ মোল্লা, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মির্জা সুলাইমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, শহর আওয়ামীলীগ আহবায়ক জাকির হোসেন কাজল, সদস্য সচিব এনামুল হক জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব আব্দুল হেকিম রায়হান, শহর আওয়ামীলীগ সভাপতি পদপ্রার্থী এসএম বাকি বিল্লাহ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মোশারফ হোসেন মুছা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমন, প্রচার সম্পাদক শরীফ আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আহসান উদ্দিন সুমন, শরীফ আহামেদ রাসেল, বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ছাত্র সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।