সংবাদ শিরোনাম

 

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনোর সঙ্গে সম্পর্কের রসায়নটা বেশ জোরালো। এই দুই তারকাকে নিয়ে গুঞ্জনও রয়েছে। এবার গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন স্বয়ং দীপিকা। বললেন তিনি নাকি ভিন ডিজেলের সন্তানের মা হতে চান।

ভারতের সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, হলিউডের একটি শোতে এই ইচ্ছার কথা নিজে মুখে প্রকাশ করেছে দীপিকা। শোয়ের হোস্ট এলেন ডিজেনেরস ভিন ও দীপিকার রসায়ন নিয়ে প্রশ্ন করায়, টোল ফেলা হাসি চেপে ডিপস বলে, ‘আগুন ছাড়া কি ধোঁয়া বের হয়।’ এলেন দীপিকার কাছে জানতে চান, ‘ছবিতে তো বেশ রোমান্স দেখা গিয়েছে। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি তা আন্দাজ করতে পারছি। তবে কী সত্যি কিছু?’ জবাবে দীপিকা বলেন, ‘আগুন ছাড়া ধোঁয়া বের হয় না।’

কাহানিতে আসল টুইস্ট তো আসে এরপরই। বলিউড টাউনের লেগি ল্যাস দীপিকা বলেন, ‘সবই আমার মাথায় ঘুরছে। হয়তো আমার মাথায় ঘুরছে ভিন ডিজেলের সঙ্গে আমি সুন্দর সন্তানদের জন্ম দিই। এগুলো সবই কিন্তু আমার মাথায় ঘুরছে।’


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম