শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : ময়মনসিংহের ভালুকায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম মোস্তফা।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মফিজুর রহমান।
অনুষ্ঠানে ৬৫ বছর বয়সী ভিক্ষুক রওশন আরাকে উপজেলা পরিষদ থেকে দুটি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে একটি ছাগল দেওয়া হয়।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার জানান, শীঘ্রই ভালুকা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে। সম্পদশালী সবাইকে এ বিষয়ে সহযোগিতা করারও আহবান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত