ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে তালগাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
শনিবার (৪ মে) রাত ৯টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিড়িরচালা গ্রামের একটি তালগাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হবিরবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মোন্তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় বজ্রপাতে চৌকিদার শামসুলের আখক্ষেতের মাঝখানে একটি তালগাছে আগুন ধরে যায়। আগুন আখক্ষেতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। আমি এমন ঘটনা জীবনে প্রথমবার দেখলাম।
ভালুকা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রফিকুল ইসলাম বলেন, একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এতে কোনো ক্ষতি হয়নি।