শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় কারখানার বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশনের শ্রমিকরা এই অবরোধ করেন।

টানা দুই ঘণ্টাব‍্যাপী বিক্ষোভে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ব‍্যাপক দুর্ভোগের মধ‍্যে পরে যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

বিক্ষোভকারীরা শ্রমিকরা জানায়, সরকার ঘোষিত নতুন কাঠামো বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা করছে না। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা এই বিষয়ে কোনো সুরাহা না করায় আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি।

ময়মনসিংহ শিল্প পুলিশের এসপি মো. মিজানুর রহমান সাংবাদিকদের খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নেয় রাইদা কালেকশন মিলের শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে প্রায় চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। বতর্মানে এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *