মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
আলোচিত সংবাদফুটবলব্রেকিং নিউজলীড নিউজ

ভারতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফের শিরোপা ধরে রাথার মিশনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে নাম লেখালো বাংলাদেশ। আসরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর আজ ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যরা।

ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে নাম লিখিয়েছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচে জোড়া গোল করেছেন তহুড়া খাতুন। চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও জালের দেখা মেলেনি কারও। প্রথম ম্যাচে ড্র করায় বাংলাদেশের সামনে কিছুটা সমীকরণের হিসেব নিকেশ ছিল।

সহজ সমীকরণে সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে হার এড়াতে হতো। তবে বাংলাদেশ ম্যাচ জয়ের জন্য খেলবে এমনটাই জানিয়েছিলেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচেও দেখা গেল সেই নিবেদন। শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে গেলেন সাবিনা-তহুরারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে। গোল উৎসবে মাতে বাংলাদেশ।

গোলের পর বাংলাদেশ আরও সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণও করে অল্প সময়ের ব্যবধানে। ২৮ মিনিটে ব্যাবধান দ্বিগুন করে তারা। বাম প্রান্ত থেকে আসা ক্রস বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুনের গায়ে লেগে বল জালে জড়ায়।

৩৫ মিনিটে বালা দেবির শট রুখে দিয়ে রুপনা চাকমা বাংলাদেশকে ঠিকভাবে ম্যাচে বাঁচিয়ে রাখেন। তিন মিনিট পর মনীষার ফ্রিকিক ক্রস বারে লেগে প্রতিহত হলে ভারত গোল পায়নি। ৪৩ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। বক্সের ভিতর থেকে শামসুন্নাহার সিনিয়রের পাসে বাইরে থেকে তহুরা খাতুনের বুলেট গতির শট জালে আশ্রয় নেয়। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

বিরতির আগে ভারত এক গোল শোধ দেয়। সতীর্থের ক্রসে রুপনা চাকমা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, একদম সামনে থেকে অধিনায়ক বালা দেবী হেড থেকে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। বাংলাদেশ ব্যাবধান বাড়িয়ে জয় নিশ্চিত করতে চাইছিল। আর প্রথমার্ধে এক গোল করা ভারত সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ভারত বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে তবে প্রতিটি সুযোগ নষ্ট করে দেন গোলরক্ষক রূপনা চাকমা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *