স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ প্রতিদিন ডটকম : বৃহস্পতিবার ৫ জানুয়ারী ময়মনসিংহের ত্রিশাল বাণিজ্যিক এলাকা বৈলর বাজারে নতুন বছরে অত্যাধুনিক সেবার মান নিয়ে ব্যাংক এশিয়া বৈলর বাজার এজেন্ট আউটলেট শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আলোচনা সভার প্রধান অতিথি জেলা পরিষদ ময়মনসিংহের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) এ.এইচ.এম লোকমান।ব্যাংক প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব ও ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংক এশিয়া লি:, বৈলর বাজার আউটলেট শাখার এজেন্ট মো; মোফাখখার হোসেন খোকন। ব্যাংক এশিয়া লি: ময়মনসিংহ শাখার এফ.এ.ভি.পি এন্ড হেড অব ব্রাঞ্চ মো: শফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া লি: এর এস.ই.ভিপি. সাজ্জাদ হোসেন, এস.ই.ভি.পি মো: আজহারুল হক, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা ব্যাংক এশিয়ার বিভিন্ন সেবার কথা তুলে ধরেন। তারা বলেন এই ব্যাংকে রয়েছে সব শ্রেণীর মানুষের জন্য সঞ্চয় ও চলতি হিসাব খোলার সুবিধা। এছাড়াও রয়েছে স্কুল ব্যাংকিং হিসাব, মাসিক সঞ্চয়ী হিসাব, মেয়াদী সঞ্চয়ী হিসাব, নগদ জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ই.এফ.টি.এন এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার, বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান, বিদ্যুৎ বিল গ্রহণ, পাসপোর্ট ফি গ্রহণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান, ভোক্তার ঋণ প্রদান, কৃষি ঋণ প্রদান, ডেবিট কার্ড প্রসেসিং, ব্যাংকিং সকল কার্যক্রম ও সব ধরণের সুবিধা। অনুষ্ঠানে এজেন্ট মোফাখখার হোসেন খোকনের সহধর্মীনী আকিদা সুলতানা সহ ব্যাংকের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।