নিজস্ব প্রতিবেদক, শেরপরু : শেরপুর জেলার সিংহভাগ লোক কৃষি ফসলের উপর নির্ভরশীল। এই জেলায় আমন চাষির সংখ্যা শতকরা ৭২-৭৫ ভাগ, বোরো চাষির সংখ্যা শতকরা ৬০-৬৫ ভাগ। এদের মধ্যে বর্গাচাষির সংখ্যা ১২-১৫ শতাংশ। এবছর বোরো চাষীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেরপুর জেলার কৃষকেরা বছরব্যাপী নানা জাতের কৃষি ফসল উৎপাদন করে থাকেন। বর্তমানে বোরো চাষের সময়। তাই তারা এখন বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন।
এবছর আবহাওয়া ভাল থাকায় বোরো ফসলের চারা ভাল হয়েছে। বিগত বছরগুলোতে অতিমাত্র শীত ও কুয়াশার কারণে বোরো বীজতলার বীজ অনেক ক্ষতিগ্রস্ত হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছরের লক্ষ্যমাত্রা যা ধরা হয়েছে, তারচেয়ে বেশি জমিতে বোরো চাষাবাদ হবে। শেরপুর জেলা সদরে ১৮ থেকে ২০ হাজার হেক্টর, শ্রীবরদী উপজেলা ১৭-১৮ হাজার হেক্টর, নকলায় ১২-১৩ হাজার হেক্টর, নালিতাবাড়ী উপজেলায় ২১-২২ হাজার হেক্টর জমি ও ঝিনাইগাতী উপজেলা ১১-১২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হবে বলে ধারণা করা হচ্ছে।