বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল গৌরীপুর উপজেলার শাখার উদ্যোগে উপজেলার কলতাপাড়া বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক।
প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ এনামুল হক মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন বাদশা, জিয়া সৈনিক দল ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আমিনুল হক রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া সৈনিক দল ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আমিনুল ইসলাম। সঞ্চালনা যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হাসনাত ও শওকত আলীর মন্ডল সুমন।
আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।