বিশেষ সংবাদদাতা : বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের জনসংযোগ কর্মকর্তা মঙ্গলবার দুপুরে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
এর আগে গত ১৫ জানুয়ারি সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন শুরু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৯৫৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ৯০০ জন পবিত্র হজ পালন করেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত বছর মোট ৪০ হাজার ৯৪ জন প্রাক নিবন্ধন করলেও কোটা পূরণ হয়ে যাওয়ায় বাকিরা যেতে পারেননি। ফলে এবার হজে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন।
প্রাক নিবন্ধন থেকে শুরু করে হজ পালন পর্যন্ত সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সুব্যবস্থা নিশ্চিত করবে।
হজে গত বছর পর্যন্ত এ ও বি দুই ক্যাটাগরির সরকারি প্যাকেজ থাকলেও এ বছর একটি প্যাকেজ ঘোষণার চিন্তাভাবনা করছে ধর্ম মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে চলতি বছর হজ গমনেচ্ছুদের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠানোর লক্ষ্যে প্রাক নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত