সংবাদ শিরোনাম

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কারফিউ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো।

বুধবার (জানুয়ারি ২৫) দুপুরে হোটেল সোনারগাঁয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া গতকাল বলেছেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এর জবাবে আমি বলতে চাই, বিএনপি কারফিউ গণতন্ত্রের প্রবক্তা।’

এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির করা সার্চ কমিটিতে আওয়ামী লীগ তার দলের পক্ষ থেকে কোন দলীয় ব্যক্তির নাম প্রস্তাব করবে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ কমিটিতে নিরপেক্ষ ব্যক্তিদেরই আসা উচিৎ, তবে সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি তার প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে গ্রহণ করবেন বলে আশা করি।

এর আগে সকল পরিববহনে একই কার্ড (ৠাপিড পাস) ব্যবহারের লক্ষ্যে ই-টিকেটিং চালু করার জন্য ক্লিয়ারিং হাউজ ব্যাংক স্থাপনে ডিটিসিএ ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম. এ. এন ছিদ্দিক, ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যন সায়েম আহমেদ প্রমুখ।

জাইকার কারিগরি সহায়তার প্রায় ২৫ কোটি টাকা এবং সরকারের প্রায় সাড়ে ১০ কোটি ব্যয় হবে এ প্রকল্পে। প্রকল্পের মেয়াদ  জুন ২০১৪ থেকে জুন ২০১৮ এর মধ্যে।

চুক্তিপত্রে ডিটিসিএ‘এর পক্ষে নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মজুমদার এবং ডাচ বাংলার পক্ষে  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্বাক্ষর করেন।

র‍্যাপিড পাস ব্যবহারকারীদের নগদ অর্থে ভাড়া পরিশোধ করতে হবে না। পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানও নগদ অর্থ বহনের ঝামেলামুক্ত থাকবে।

এমআরটি, বিআরটি, বিআরটিসি, রেলওয়ে, বিআইডব্লিউটিসি ও পাবলিক বাসে এই কার্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম