দেশের ফেনী, নোয়াখালী, চাঁদপুর, খাগড়াছড়ি, বৃহত্তর সিলেটের হবিগঞ্জ সুনামগঞ্জ, মৌলভী বাজার ও কুমিল্লাসহ বেশকিছু জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
এই ভয়াবহ বন্যায় প্রায় ৫০ লাখেরও বেশি নারীপুরুষ ও শিশু কিশোর এ মুহূর্তে পানিবন্দি। বাসাবাড়ি সব ডুবে একাকার। ঘরের টিনের চালেও আশ্রয় নিয়েছেন লোকজন।
এমন দূর্যোগে ময়মনসিংহ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “আসমানী ডেভেলপমেন্ট সোসাইটি” তাদের সন্মানীত দাতা গোষ্ঠি, সমাজসেবক, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে বন্যার্তদের জন্য ত্রানসেবা বিতরনের লক্ষ্যে “ময়মনসিংহ তরুণ সমাজ” নামের একটি সংগঠনের নিকট নগদ অর্থ, চিড়া, গুড়, বাতাসা, গুড়া দুধ, খাবার স্যালান, বিস্কুট, মোমবাতি বিভিন্ন প্রকার ঔষধ ইত্যাদি হস্তান্তর করা হয়।
এসময় আসমানী ডেভেলপমেন্ট সোসাইটি’র নির্বাহী পরিচালক দেবাশীষ বসাক, এ্যাডমিন মহাদেব বণিক, আসমানীর সাধারন পরিষদ সদস্য ও যুবা উন্নয়ন বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক অনিন্দ্য সরকার, আসমানীর সাংগঠনিক সম্পাদক মিহির কুমার রায়, আসমানীর সাধারন পরিষদ সদস্য ও মহিলা-শিশু এবং জেন্ডার ও সুরক্ষা বিষয়ক উপকমিটি যুগ্ম আহ্বায়ক রনি ভৌমিক প্রমুখ।