গত বুধবার এক সংবাদ সম্মেলনে স্বৈরশাসক পতনের এক মাস পূর্তি উপলক্ষে নিহত শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি ০৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহীদ মিনার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে একাত্ত্বতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন প্রভোস্ট পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন।