সংবাদ শিরোনাম

 

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ-ভারতের একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে। আর এই ম্যাচের টিকিট ক্রিকেট ভক্তরা অনলাইনে পাবেন।

www.eventsnow.com এই ঠিকানায় পাওয়া যাবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচের টিকিট। একজন সর্বোচ্চ ১০টি টিকিট বুকিং দিতে পারবেন।

বাংলাদেশ-ভারত টিকিটের সর্বনিম্ন মূল্য ভারতীয় রুপিতে ১০০, সর্বোচ্চ ১০০০। এ ছাড়া ২০০ ও ৫০০ রুপি মূল্যের টিকিটও থাকছে।

ভারতের শিক্ষার্থীদের জন্য স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য পাঁচ হাজার আসন নির্ধারিত থাকবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হবে।

পঞ্চান্ন হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম স্ট্যান্ডে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য ৫ হাজার সিট নির্ধারিত থাকবে।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম