সংবাদ শিরোনাম

 

জোটন চন্দ্র ঘোষ হালুয়াঘাট ময়মনসিংহ ময়মনসিংহ প্রতিদিন ডটকম : বাংলাদেশ পুলিশের গৌরব ও সম্মানে ওসি মামুন-অর-রশিদ তার কর্মকান্ডের বিশেষ স্বীকৃতি সরূপ পাচ্ছেন পিপিএম সম্মাননা। জানা যায়, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ আইন শৃংখলা পরিস্থিতিকে নিয়ন্ত্রনে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।  দূধুর্ষ ডাকাত গ্রেফতার, বিদেশী অস্ত্র সহ আসামী গ্রেফতার থানার চাঞ্চল্যকর হত্যা মামলা সমূহ নিজে পুলিশি অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার সহ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও মাদক, জুয়া সহ বাল্যবিবাহ প্রতিরোধকল্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে আলোচনা সভার মাধ্যমে সর্ব সাধারণকে এক্যবদ্ধভাবে গড়ে তুলেছেন। কমিউনিটি পুলিশিং সেবার মাধ্যমে মানুষকে অন্যায় অপরাধ মুক্ত করতে যার অবদান অপরিসীম। মানুষের দুঃখ লাঘব করতে সম্প্রতি সময়ে ব্যক্তিগত উদ্যোগে অন্ধ্যাত্ববরণকারী মহিলাকে দৃষ্টি শক্তি ফেরানো জন্য চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন। থানা সৌন্দর্য বর্ধনে যার পুর্নতা ছিল কানায় কানায়। অপরাধী নিমূল ও গ্রেফতারী পরোয়ানা সহ অসামান্য অবদানের  ফলশ্রুতিতে তিনি ময়মনসিংহ জেলায় ৫ বার শ্রেষ্ঠ এবং ২ বার ময়মনসিংহ রেঞ্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি সরূপ সম্মাননা সনদ লাভ করেন। অফিসার ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ উল্লেখিত বিষয় সমূহে কৃতিত্বের জন্য বাংলাদেশ পুলিশের শ্রেষ্ঠ পুরুস্কার পিপিএম পাচ্ছেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ২৩ জানুয়ারী ২০১৭ ইং তারিখে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন চত্বরে অফিসার ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ কে পিপিএম সম্মাননা পুরুস্কারে প্রদান করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন অফিসার ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম