ক্রীড়া প্রতিবেদক : লজ্জার রেকর্ডে নাম উঠল বাংলাদেশের। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৫৯৫ রান তুলেও হারের তিক্ততা গিলতে হল টাইগারদের। ফলে ১২৩ বছরের রেকর্ড ভাঙল মুশফিকরা।
কোনো দলই এত বেশি রান তাড়া করে টেস্টে হারেনি। এর আগে প্রথম ইনিংসে ৭৬ বার ৫৯৫ বা এর বেশি রান সংগ্রহ হয়েছে। কোনোবারই পরাজয়ের তিক্ততা পায়নি সেই দলগুলো। তবে ড্র হয়েছে ৩৭ বার।
১৮৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে ৫৮৬ রান করে হেরেছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রানের পর হারের রেকর্ড ছিল ওটাই।
২০০৬ সালে টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে ব্যাট করে তৃতীয় সর্বোচ্চ রান ৫৫১ করেছিল ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্টে সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৫৫১ রানে ইনিংস ঘোষণার পর উল্টো হেরেই যায় ইংলিশরা।
এবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয়ে এমন বিব্রতকর রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক নূর আলম
নির্বাহী সম্পাদক মোঃ রাসেল হোসেন
বার্তা সম্পাদক রাজন রায়
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত