সংবাদ শিরোনাম

 

ক্রীড়া প্রতিবেদক : আগামী ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মত ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। আর এ ঐতিহাসিক ম্যাচকে লক্ষ্য রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই।

ভারত দল : বিরাট কোহলি (আধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন আশ্বিন, রবিন্দ্র জাদেজা, জায়ান্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, অমিত মিশ্রা, অভিনব মুকুন্দ, ভুবেনেশ্বর কুমার, করণ নায়ার ও হার্দিক পান্ডেয়া।


মতামত জানান :

 
 
 
কপিরাইট © ময়মনসিংহ প্রতিদিন ডটকম - সর্বসত্ত্ব সংরক্ষিত | উন্নয়নে হোস্টপিও.কম